Site icon Jamuna Television

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন। আজ আরও কিছু পরীক্ষা নিরিক্ষা করা হবে বলেও জানান তিনি।

জানা গেছে, বিকেলে খালেদা জিয়ার শারিরিক অবস্থা পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন ১০ সদস্যের মেডিকেল বোর্ড।

শনিবার সন্ধ্যায় হঠাৎ করেই এভারকেয়ার হাসপাকালে পরীক্ষা-নিরিক্ষার জন্য আসেন বিএনপি চেয়ারপাসন। পরে চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। এর আগে প্রায় এক মাস চিকিৎসা নিয়ে ৭ নভেম্বর বাসায় ফিরেছিলেন খালেদা জিয়া।

অনেক দিন থেকেই আর্থাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন। গত এপ্রিলের শুরুতে করোনা আক্রান্ত হওয়ার পর শারীরিক অবস্থা জটিল হয় তার।

এ নিয়ে গত ৭ মাসে তিনবার হাসপাতে ভর্তি হতে হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে।

Exit mobile version