Site icon Jamuna Television

সংসদের পঞ্চদশ অধিবেশন শুরু হচ্ছে আজ

ছবি: সংগৃহীত

একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশন শুরু হচ্ছে আজ। বিকাল ৪টায় বসবে অধিবেশন। জানা গেছে, মুলতবি দিয়ে ২৫ নভেম্বর পর্যন্ত চলতে পারে এই অধিবেশন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ঘিরে এ অধিবেশনে বিশেষ আলোচনা করবেন সংসদ সদস্যরা।

এর আগে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। করোনার প্রকোপ কমে দেশে সবকিছু প্রায় স্বাভাবিক হলেও এবারও সংসদে গিয়ে সশরীরে সংবাদ কভার করতে পারবেন না সাংবাদিকরা।

সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানান, চলতি সপ্তাহে সংসদের বৈঠকগুলোকে নিয়মিত কার্যক্রম অনুষ্ঠিত হবে। নতুন কিছু বিল উত্থাপন এবং আগে উত্থাপন করা কয়েকটি বিলের রিপোর্ট উপস্থাপন ও পাসের কার্যক্রমও সম্পন্ন করা হবে। গত ১৬ সেপ্টেম্বর শেষ হয় চলতি সংসদের চতুর্দশ অধিবেশন।

ইউএইচ/

Exit mobile version