Site icon Jamuna Television

ভারতে তরুণ সাংবাদিককে পুড়িয়ে হত্যার অভিযোগ

ছবি: সংগৃহীত।

ভুয়া ক্লিনিক নিয়ে সিরিজ আকারে সংবাদ প্রকাশ করায় ভারতের বিহার রাজ্যের মধুবনী জেলার এক তরুণ সাংবাদিককে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। অবিনাশ ঝা নামের ২৩ বছর বয়সী এই সংবাদিকের ঝলসে যাওয়া মরদেহ রোববার (১৪ নভেম্বর) উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা যায়নি। খবর হিন্দুস্তান টাইমসের।

জানা গেছে, অবিনাশ ঝা নামের সেই সাংবাদিক একটি স্থানীয় নিউজ পোর্টালের জন্য কাজ করছিলেন। সেখানে ‘ভুয়া’ ক্লিনিকগুলোর পর্দা ফাঁস করার জেরে সম্প্রতি এলাকার বেশ কয়েকটি ক্লিনিক বন্ধও হয়ে যায়। এরপরই সেই সাংবাদিক নিখোঁজ হন।

শোনা গেছে, অবিনাশকে এই সংবাদ প্রচার বন্ধ করতে লক্ষাধিক রুপির ঘুষের প্রস্তাব দেয়া হয়েছিল, এমনকি খুনের হুমকিও পেয়েছেন তিনি। তবে সেসবের তোয়াক্কা না করেই সংবাদ প্রচার করে যান অবিনাশ। এরই ভয়াবহ পরিণতি হলো তার। তবে এ ঘটনায় এখনও কাউকে শনাক্ত করা যায়নি।

Exit mobile version