Site icon Jamuna Television

বাড্ডায় আইএফআইসি ব্যাংকের দেয়াল ভেঙে ডাকাতির সময় গ্রেফতার ৩

ছবি: সংগৃহীত

রাজধানীর বাড্ডায় আইএফআইসি ব্যাংকের উপ-শাখার দেয়াল ভেঙে ডাকাতি করার সময় তিনজনকে গ্রেফতার করেছে বাড্ডা থানা পুলিশ।

রোববার (১৪ নভেম্বর) দুপুরে বাড্ডা থানার পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। গ্রেফতারকৃতরা হলেন, মো. রুবেল, হৃদয় ও মামুন। এই ৩ জনের বিরুদ্ধে বাড্ডা থানায় মামলা হয়েছে।

পুলিশ জানায়, ভোর রাতে বাড্ডার আইএফআইসি ব্যাংকের সাইনবোর্ডের দেয়াল ভেঙে ভেতরে একজন ঢোকেন। সে শাবল দিয়ে একটি ভোল্ট ভেঙে ফেলে। বিষয়টি ব্যাংকটির হেড অফিসের সিসি ক্যামেরায় ধরা পড়ে। তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দেয়।

এরপর টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাংকের ভেতর থেকে একজনকে গ্রেফতার করে। এরপর তার দেয়া তথ্যের ভিত্তিতে আরও দুজনকে গ্রেফতার করা হয়।

ইউএইচ/

Exit mobile version