Site icon Jamuna Television

ফাইনালে গাঙ্গুলির বাজির ঘোড়া নিউজিল্যান্ড

ছবি: সংগৃহীত

দুবাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির বাজির ঘোড়া কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। সম্প্রতি কিউইদের পারফরমেন্সের প্রশংসা করে তিনি বলেন, যোগ্য দল হিসেবে আইসিসির টানা তিনটি ইভেন্টে ফাইনালে জায়গা করে নিয়েছে ব্ল্যাক ক্যাপসরা।

গাঙ্গুলি বলেন, ফাইনাল জেতার জন্য প্রয়োজনীয় সাহস ও চরিত্র থাকায় কিউইরাই আজ ফেভারিট হিসেবে মাঠে নামবে। আমার মনে হচ্ছে বিশ্ব ক্রিকেটে এখন নিউজিল্যান্ডেরই সময়। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপও জয় করেছে কিউইরা। অন্যদিকে, ক্রিকেটিং জাতি হিসেবে অস্ট্রেলিয়াও অনন্য। তবে তারা এর আগে কঠিন সময় অতিবাহিত করেছে। নিউজিল্যান্ড ছোট দেশ হলেও তাদের সাহস ও দৃঢ়তা দারুণ। আমার মনে হচ্ছে, এটা তাদেরই সময়।

টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করায় দলটি আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে বলেও মন্তব্য করেছেন বিসিসিআই সভাপতি। সম্ভাবনার রেসে অস্ট্রেলিয়াকেও রাখছেন সৌরভ। দীর্ঘদিন খারাপ সময় যাওয়ার পর এই বিশ্বকাপেই ফর্মে ফিরেছে অজিরা। সব মিলিয়ে জমজমাট এক ফাইনালের অপেক্ষায় আছেন প্রিন্স অব ক্যালকাটা সৌরভ গাঙ্গুলি।

Exit mobile version