Site icon Jamuna Television

সেনাশাসন বিরোধী বিক্ষোভে উত্তাল সুদান, নিহত কমপক্ষে ৫

ছবি: সংগৃহীত

সেনাশাসন বিরোধী বিক্ষোভ সহিংসতায় এখনও উত্তাল সুদান। শনিবার নিরাপত্তা বাহিনীর সাথে সংঘাতে প্রাণ গেছে কমপক্ষে ৫ জনের।

গণতন্ত্রের দাবিতে রাজধানী খার্তুমসহ বিভিন্ন শহরের রাজপথে নামে লাখো মানুষ। শুরু থেকেই কঠোর অবস্থানে ছিল নিরাপত্তা বাহিনী। বিকালে বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে রাজধানীর কেন্দ্রে জড়ো হতে চেষ্টা করে আন্দোলনকারীরা। তবে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

এ সময় বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলিও ছোঁড়ে নিরাপত্তা বাহিনী। রাত পর্যন্ত চলে সংঘাত। দু’দিন আগেই বেসামরিক প্রতিনিধিত্ব বাদ দিয়ে নতুন কাউন্সিলের ঘোষণা দেন সেনাপ্রধান আব্দেল ফাত্তাহ আল বুরহান।

ইউএইচ/

Exit mobile version