Site icon Jamuna Television

ফাইনালে টস জিতে কিউইদের ব্যাটিংয়ে পাঠালো অস্ট্রেলিয়া

টস জিতে ফিল্ডিং নিয়েছে অস্ট্রেলিয়া। ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠালো অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তিনি বলেন, উইকেট দেখে আগের ম্যাচের চেয়েও বেশি শুকনো মনে হচ্ছে। সম্ভবত বল স্কিড করবে বেশি।

অন্যদিকে, কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন বলেছেন, তিনিও টস জিতলে আগে ফিল্ডিং করার সিদ্ধান্তই নিতেন। তবে আগে ব্যাট করে স্কোরবোর্ডে ভালো সংগ্রহ জমা রাখার দিকেই নজর দিতে চান তিনি।

আজ অপরিবর্তিত স্কোয়াড নিয়ে মাঠে নেমেছে অস্ট্রেলিয়া। অন্যদিকে,  ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে আউট হবার পর রাগ ও হতাশায় নিজ ব্যাটে ঘুষি মেরে হাত ভেঙে ফেলা ডেভন কনওয়েকে পাচ্ছে না নিউজিল্যান্ড। তার জায়গায় খেলবেন উইকেটরক্ষক ব্যাটার টিম সাইফার্ট।

অস্ট্রেলিয়ার একাদশঃ ১। ডেভিড ওয়ার্নার, ২। অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ৩। মিচেল মার্শ, ৪। স্টিভেন স্মিথ, ৫। গ্লেন ম্যাক্সওয়েল, ৬। মার্কাস স্টয়নিস, ৭। ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), ৮। প্যাট কামিন্স, ৯। মিচেল স্টার্ক, ১০। অ্যাডাম জাম্পা, ১১। জশ হ্যাজলউড।

নিউজিল্যান্ডের একাদশঃ ১। মার্টিন গাপটিল, ২। ড্যারিল মিচেল, ৩। কেন উইলিয়ামসন (অধিনায়ক), ৪। টিম সাইফার্ট (উইকেটরক্ষক), ৫। গ্লেন ফিলিপস, ৬। জিমি নিশাম, ৭। মিচেল স্যান্টনার, ৮। টিম সাউদি, ৯। অ্যাডাম মিলনে, ১০। ট্রেন্ট বোল্ট, ১১। ইশ সোধি।

Exit mobile version