Site icon Jamuna Television

প্রেমিকের সহায়তায় স্বামীকে জীবন্ত কবর স্ত্রীর, নিজেই গেলেন থানায়

ছবি: সংগৃহীত।

স্বামীর বন্ধুই তার প্রেমিক। তারই সহায়তায় এবারে স্বামীকেই জীবিত কবর দিলেন স্ত্রী। সম্প্রতি মিশোরের এক তরুণীর বিরুদ্ধে উঠেছে এমন অভিযোগ। ইতোমধ্যেই ওই তরুণী ও তার প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। খবর গাল্ফ নিউজের।

জানা গেছে, স্বামীকে হত্যার পর নিজেই থানায় যান ওই তরুণী। অভিযোগ করেন, তার স্বামী কয়েকদিন ধরেই নিঁখোজ। এরই মধ্যে মুক্তিপণ দাবি করে বাড়িতে ফোন এসেছে বলেও দাবি করেন তিনি। তার অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ।

তবে তদন্তে বেরিয়ে আসে ভিন্ন তথ্য। ধরা পড়ে ওই তরুণীর প্রেমিক। এরপরই বেরিয়ে আসে থলের বেড়াল। ওই ব্যক্তি জানান, নিখোঁজ সেই তরুণীর স্বামী আদতে সম্পর্কে তার বন্ধু। বন্ধুর স্ত্রীর সাথেই গড়ে উঠেছিল তার প্রেমের সম্পর্ক।

পরে একদিন বন্ধুকে ডেকে ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে জীবিত অবস্থাতেই কবর দেন তিনি। আর এই গোটা কাজে তাকে পাশে থেকেই সহায়তা করেছেন অভিযোগকারী সেই তরুণী।
এরপর নিখোঁজের প্রায় দু্ই মাস পর মাটি খুঁড়ে বের করা হয় সেই ব্যক্তির মরদেহ। গ্রেফতার করা হয় তার স্ত্রী ও বন্ধুকেও। এরই মধ্যে হত্যার স্বীকারোক্তি দিয়েছেন তারা।

Exit mobile version