Site icon Jamuna Television

দুবাই’র রাস্তায় জাদুর গালিচায় ঘুরে বেড়াচ্ছেন আলাদিন!

ছবি: সংগৃহীত।

আরব্য রজনীর উপকথার জনপ্রিয় চরিত্র আলাদিন। আর সেই আলাদিনই ঘুরে বেড়াচ্ছেন দুবাইয়ের রাস্তায়। শূনতে অদ্ভুত লাগলেও এমন ঘটনা ঘটেছে দুবাইয়ে। ম্যাজিক গালিচায় চেপে দুবাই ঘুরে বেড়াচ্ছেন একজ যুবক।

খালিজ টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মূলত হ্যালোইন উপলক্ষে পুরোদস্তুর আলাদিন সেজে বহু অর্থ খরচ করে বানানো বিশেষ ধরণের হোভার বোর্ডের ওপর কার্পেট বসিয়ে তাতে চেপে ঘুরে বেড়ান তিনি। বুর দুবাই এবং পুরোনো সুক এলাকায় ম্যাজিক কার্পেটে চড়ে যেতে দেখা যায় তাকে।

পথচারীরা তাকে দেখে যারপরনাই বিস্মিত হন, ফোন বের করে ছবি তোলা কিংবা ভিডিও করা শুরু করেন। ইউটিউবে প্রকাশিত ভিডিওতে, পানির ওপর দিয়েও ‘ম্যাজিক কার্পেটে’ চেপে যেতে দেখা গেছে ওই যুবককে। তবে ওই যুবকের নাম জানায়নি খালিজ টাইমস।

ভিডিওর বর্ণনায় ওই যুবক লিখেছেন, এটা বানাতে গিয়ে আমাকে প্রচুর পরিমাণে সমুদ্রের পানি গিলতে হয়েছে। ইনস্টাগ্রামে ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, এই জিনিস বানাতে তার কমপক্ষে আট মাস সময় লেগেছে। ওই যুবক বলেন, আপনি যদি কোনো কিছু কল্পনা করতে পারেন তাহলে আপনি তা করেও দেখাতে পারবেন।

Exit mobile version