Site icon Jamuna Television

লিভারপুলে হাসপাতালের সামনে গাড়ি বিস্ফোরণ, নিহত ১

বিস্ফোরণের সাথে সম্পৃক্ত সন্দেহে ৩ জনকে আটক করা হয়েছে।

যুক্তরাজ্যের লিভারপুলে একটি হাসপাতালের সামনে গাড়ি বিস্ফোরণে একজন নিহত হয়েছে। স্থানীয় সময় রোববারের এ ঘটনায় আহত হয়েছে গাড়ি চালকসহ আরও কয়েকজন।

ব্রিটেনের পুলিশ বলছে, বিস্ফোরণের সাথে সম্পৃক্ততা রয়েছে এমন সন্দেহে সন্ত্রাসবাদ আইনে ৩ জনকে আটক করা হয়েছে। তবে তাদের নাম পরিচয় কিছুই প্রকাশ করেনি তারা। এটি সন্ত্রাসী হামলা নাকি দুর্ঘটনা সে বিষয়ে এখনও কিছু জানাতে পারেনি প্রশাসন।

এ ঘটনার পরপরই নারী বিশেষায়িত হাসপাতালটিতে যাতায়াত বন্ধ করে দেয়া হয়েছে। নিরাপত্তা বাড়ানো হয়েছে গোটা এলাকায়। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর্যন্ত হাসপাতালে বাইরের রোগী দেখাও বন্ধ ঘোষণা করা হয়েছে।

গোটা ইউরোপের অন্যতম বড় এই হাসপাতালটিতে বছরে চিকিৎসা নেন ৫০ হাজারের বেশি রোগী।

Exit mobile version