Site icon Jamuna Television

ইতিহাস ও হিসাববিজ্ঞান পরীক্ষা আজ

এসএসসির দ্বিতীয় দিনে আজ অনুষ্ঠিত হবে মানবিক ও ব্যবসায়িক শিক্ষা বিভাগের পরীক্ষা।

করোনার দেড় বছর পর গতকাল কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিচ্ছে এসএসসি শিক্ষার্থীরা। দ্বিতীয় দিনে আজ অনুষ্ঠিত হবে মানবিক ও ব্যবসায়িক শিক্ষা বিভাগের পরীক্ষা।

আজ সোমবার (১৫ নভেম্বর) রয়েছে দুটি পরীক্ষা। সকালে মানবিক বিভাগের বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা এবং বিকেলে ব্যবসায় শিক্ষা বিভাগের হিসাববিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে শুরু হওয়া পরীক্ষাটি চলবে সাড়ে ১১টা পর্যন্ত এবং বিকেলের পরীক্ষাটি চলবে ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত।

করোনার কারণে ২ শিফটে অনুষ্ঠিত হবে পরীক্ষা। এছাড়া এবারে সংক্ষিপ্ত সিলেবাসে পূর্ণ মান ৫০ নম্বরে পরীক্ষা হচ্ছে। তবে প্রশ্নপত্রে বিকল্প প্রশ্নের সংখ্যা আগের মতোই রাখা হয়েছে।

এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে ২২ লাখ ২৭ হাজার ১১৩ শিক্ষার্থী।

Exit mobile version