Site icon Jamuna Television

পর্তুগালকে হতাশায় ডুবিয়ে কাতার বিশ্বকাপে সার্বিয়া

ছবি: সংগৃহীত

পর্তুগালকে হারিয়ে কাতার বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিলো সার্বিয়া। রোববার রাতে ইউরোপ অঞ্চলের বাছাইয়ে এ গ্রুপের শেষ রাউন্ডে ক্রিস্টিয়ানো রোনালদোর দলকে ২-১ হারায় সার্বিয়া।

পর্তুগালের জন্য সমীকরণটা ছিল একটু সহজ। ড্র করলেই মিলবে কাতারের টিকিট। ম্যাচের শুরুতে গোলের দেখাও পেয়ে যায় পর্তুগাল। ম্যাচের ২য় মিনিটে বের্নার্দো সিলভার বাড়ানো বলটি ডান পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন রেনাতো সানচেস। তবে সেই লিড বেশিক্ষণ স্থায়ী করতে পারেনি পর্তুগিজরা। ম্যাচের ৩৩ মিনিটে সমতায় ফেরেন সার্বিয়া। দুসান তাদিচের শটটি পেরেইরার গায়ে লেগে জালে ঢুকে যায়।

নির্ধারিত সময়ের শেষ মিনিটে সতীর্থের ক্রস থেকে আলেক্সান্দার মিত্রোভিচের হেডে কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে সার্বিয়া। ৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকেই ২০২২ বিশ্বকাপে জায়গা করে নেয় সার্বিয়া। ১৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে পর্তুগাল। তবে বিশ্বকাপের আশা এখনও টিকে আছে পর্তুগিজদের।

ইউএইচ/

Exit mobile version