Site icon Jamuna Television

মাদারীপুরে ইউপি নির্বাচনে আহত একজনের মৃত্যু

রণক্ষেত্র

গত ১০ নভেম্বর মাদারীপুরের কালকিনির সিডিখানে দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে দুই চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের সংঘর্ষে আহত কৃষক আলমগীর প্যাদা মারা গেছেন।

রোববার (১৪ নভেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

উল্লেখ্য, গত ১০ নভেম্বর সিডিয়ান ইউনিয়ন পরিষদ নির্বাচনে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী চাঁনমিয়া শিকদার ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিলন মিয়ার সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের হয়। এ সময় শতাধিক ককটেল ও হাতবোমা বিস্ফোরণ হয়। এতে আহত হয় অন্তত ২০ জন।

Exit mobile version