Site icon Jamuna Television

মিরপুরে অনুশীলন করলো পাকিস্তান

বাংলাদেশ সফরে এসে প্রথমবারের মত অনুশীল করলো পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। মিরপুরে মোহাম্মদ রিজওয়ান ছাড়া ঘাম ঝরিয়েছেন দলের বাকিরা।

তবে এখনও ঢাকা এসে পৌঁছাননি দলটির অধিনায়ক বাবর আজম ও শোয়েব মালিক। মঙ্গলবার (১৬ নভেম্বর) ঢাকা পৌঁছানোর কথা তাদের।

তিন ম্যাচের টি-টোয়েন্টি এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শনিবার ঢাকায় পা রাখে সাকলায়েন মোস্তাক শিষ্যরা। ১৩-১৪ নভেম্বর রুম কোয়ারেন্টাইনের পর ১৫ নভেম্বর প্রথম বারের মত অনুশীলন করে সফরকারীরা। আগামী তিনদিন মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে নিজেদের মানিয়ে নেওয়ার সুযোগ পাবে শাদাব খান-শাহিন শাহ আফ্রিদিরা।

মিরপুরে বাংলাদেশ ও পাকিস্তানের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ গড়াবে ১৯ নভেম্বর। একই ভেন্যুতে ২০ ও ২২ নভেম্বর অনুষ্ঠিত হবে বাকি ম্যাচ দুটি।

Exit mobile version