Site icon Jamuna Television

পাওনা টাকা চাওয়ায় খুন হয়েছিলেন সাবেক বৈজ্ঞানিক কর্মকর্তা

গম গবেষণা ইনস্টিটিউটের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আনোয়ার শহীদকে হত্যাকারী সাইফুল ইসলাম ও হত্যার পরিকল্পনাকারী জাকির হোসেনকে গ্রেফতার করেছে র‍্যাব।

র‍্যাব জানিয়েছে, মূলত পাওনা ১২ লাখ টাকা ফেরত চাওয়ার কারণেই আনোয়ার শহীদকে হত্যা করা হয়। তিন মাস আগেও একবার হত্যার পরিকল্পনা করা হয়।

আনোয়ার শহীদ মারা যাবার পর হত্যার মূল পরিকল্পনাকারী তাকে হাসপাতালে দেখতে যায়।বিভিন্ন মিডিয়াতে ঘটনা প্রচারের পর দুই আসামি দিনাজপুর থেকে বিভিন্ন স্থানে যাওয়ার চেষ্টা করে। রোববার রাতে রাজধানীর গাবতলী থেকে দুই আসামিকে গ্রেফতার করা হয়।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় মোহাম্মদপুরের আদাবর থানা এলাকায় দুর্বৃত্তরা আনোয়ারকে ছুরি মেরে হত্যা করে। স্থানীয়রা তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।

আনোয়ার শহীদ গম গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে অবসরে গিয়েছিলেন।

Exit mobile version