Site icon Jamuna Television

‘উখিয়া-টেকনাফ নিয়ে ষড়যন্ত্রের গন্ধ’

কক্সবাজারের উখিয়া ও টেকনাফ নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে। এর সাথে দেশের একটি রাজনৈতিক দল ও তাদের দোসররা জড়িত বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

দুপুরে নোয়াখালীর কবিরহাট উপজেলায় ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বলেন, এ অপতৎপরতা বন্ধ করতে হবে। রোহিঙ্গাদের মাধ্যমে দেশে ইয়াবা ও অস্ত্র প্রবেশ করছে কিনা সে বিষয়ে সরকার উদ্বিগ্ন। তাদের ব্যাপারে সজাগ থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গা ইস্যুতে বিএনপি নোংরা রাজনীতি করছে। তারা মিয়ানমার সরকারের বিরোধিতা না করে নিজ দেশের সরকারের বিরোধিতা করছে।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version