Site icon Jamuna Television

সীমান্ত হত্যা বন্ধে চোরাচালান রোধ করতে হবে: ভারতীয় হাইকমিশনার

দিনাজপুর প্রতিনিধি:

চোরাচালানের কারণেই সীমান্তে হত্যার ঘটনা ঘটছে। সীমান্ত হত্যা বন্ধ করতে হলে চোরাচালান রোধ করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

আজ সোমবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় দিনাজপুর শহরের রায়সাহেব বাড়ীতে শ্রী শ্রী লোকনাথ মন্দির মাল্টিপারপাস কমিউনিটি হলের উদ্বোধন ও সুধি সমাবেশ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

দোরাইস্বামী বলেন, চোরাচালান রোধে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীকে সজাগ থাকতে হবে। আগামীতে সীমান্ত হত্যার মত ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে ভারত সরকার সজাগ রয়েছে।

অনুষ্ঠানের পূর্বে ভারতীয় হাইকমিশনার ফিতা কেটে শ্রী শ্রী লোকনাথ মন্দির মাল্টিপারপাস কমিউনিটি হলের উদ্বোধন করেন। ভারত সরকারের ১ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে এই কমিউনিটি হলের নির্মাণ করা হয়েছে।

অনুষ্ঠান শেষে বিক্রম কুমার দোরাইস্বামী জেলার কাহারোল উপজেলার ঐতিহ্যবাহী কান্তজিউ মন্দির পরিদর্শন করেন। পরে একই উপজেলায় এমপি মনোরঞ্জন শীল গোপালের ব্যক্তিগত উদ্যোগে নির্মিত দ্বীপ্ত জীবন ফাউন্ডেশন পরিদর্শন করেন। এরপর তিনি খানসামা উপজেলার ভেড়ভেড়ি ইউনিয়নের রামকলা রামকৃষ্ণ সেবাশ্রমে ভারতীয় সরকারের অর্থায়নে নবনির্মিত অবকাঠামো উদ্বোধন করেন।

Exit mobile version