Site icon Jamuna Television

নেত্রকোণায় সবজি ও ফুলের বাগানে গাঁজার চাষ

স্টাফ রিপোর্টার, নেত্রকোণা:

নেত্রকোণার কেন্দুয়ায় একটি বাড়িতে সবজি ও ফুলের বাগান থেকে গাঁজার গাছ পাওয়া গেছে। এ ঘটনায় ঐ বাড়ির মালিককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম ওয়াসিম মিয়া (৩০)। তিনি ওই গ্রামের মৃত এখলাছ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ওয়াসিমের বাড়িতে অভিযান চালিয়ে তার বাড়ির পাশের সবজি বাগান থেকে গাঁজার গাছটি পাওয়া যায়। গাছটি প্রায় ১৪ ফুট লম্বা। ওজন প্রায় ১৬ কেজি। এ ঘটনায় ওই রাতেই ওয়াসিম মিয়ার বিরুদ্ধে মাদকের মামলা দায়ের করা হয়েছে। ওয়াসিম ‘সেবন’ ও ‘বিক্রির’ উদ্দ্যেশে গাঁজা আবাদ করছিলেন বলে পুলিশের দাবি।

কেন্দুয়া থানার ওসি কাজী শাহ নেওয়াজ বলেন, কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউপির পাচহার কোনাপাড়া গ্রামের ওয়াসিম মিয়ার বাড়িতে রোববার (১৪ নভেম্বর) রাত সাড়ে পৌনে ১০টার দিকে এ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার সবজি ও ফুলের বাগান থেকে গাঁজার গাছ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

Exit mobile version