Site icon Jamuna Television

খুলনায় শিশু হত্যায় সৎ মায়ের মৃত্যুদণ্ড ও জরিমানা

সৎ মা তিথি আক্তার মুক্তা।

খুলনার তেরখাদায় পাঁচ বছরের শিশু তানিশা হত্যা মামলায় সৎ মা তিথী আক্তার মুক্তা (২৫)-কে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মাত্র ৭ কার্যদিবসের মাথায় আজ (১৫ নভেম্বর) দুপুরে খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় প্রদান করেন।

জানা যায়, তানিশা তেরখাদার আড়কান্দি গ্রামের আনসার ব্যাটালিয়ন সদস্য খাজা শেখের মেয়ে। তানিশার মায়ের সাথে ছাড়াছাড়ি হওয়ার পর খাজা ২০২০ সালে ফকিরহাট আট্টাকি গ্রামের হোসেন আলী শেখের মেয়ে মুক্তাকে বিয়ে করেন। বিয়ের পর মুক্তা বিভিন্ন ব্যক্তির সাথে ইমো ও ম্যাসেঞ্জারে কথা বলতো। এ নিয়ে খাজা স্ত্রীকে সন্দেহ করে। এক পর্যায়ে খাজা স্ত্রীকে তালাক দেওয়াসহ বিষয়টি সকলকে জানিয়ে দেয়। এই ঘটনায় খাজার ওপর প্রতিশোধ নিতে তানিশাকে হত্যা করে মুক্তা।

আদালতে ১৬৪ ধারার জবানবন্দিতে আসামী মুক্তা জানায়, গত ৫ এপ্রিল রাত নয়টার দিকে দরজা বন্ধ করে ঘুমন্ত তানিশাকে দা দিয়ে ঘাড়ে ও মাথায় আঘাত করেন, ফলে তানিশার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের দাদা আবুল বাশার শেখ পর দিন তেরখাদা থানায় মুক্তাকে আসামি করে মামলা করেন।

গত ৩১ মে মামলার তদন্ত কর্মকর্তা এসআই শফিকুল ইসলাম আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় মোট ২৩ জন স্বাক্ষ্য দিয়েছেন।

Exit mobile version