Site icon Jamuna Television

স্থাপনের পরই গান্ধীমূর্তির গলা কাটার চেষ্টা

ছবি: সংগৃহীত।

অস্ট্রেলিয়ার মেলবোর্নে গান্ধীমূর্তি স্থাপনের পরই মূর্তিটির গলা কাটার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী। জড়িতদের ধরতে সক্রিয় গোয়েন্দা সদস্যরা। শুক্রবার (১২ নভেম্বর) মেলবোর্নের অদূরে অস্ট্রেলিয়ান- ইন্ডিয়ান কমিউনিটি সেন্টারে মূর্তিটি স্থাপন করা হয়।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, অস্ট্রেলিয়া সরকারকে ব্রোঞ্জের তৈরি গান্ধীমূর্তিটি উপহার দেয় ভারত সরকার। পূর্ণ দৈর্ঘ্যের ব্রোঞ্জ মূর্তিটি কালো রঙের। ভিক্টোরিয়ার পুলিশ জানায়, উদ্বোধনের পরপরই দুর্বৃত্তরা মূর্তিটির ওপর হামলা চালায়। রীতিমতো যন্ত্রপাতি নিয়ে এসে মূর্তির গলাকাটার চেষ্টা করা হয়।

পুলিশ আরও জানায়, গোয়েন্দারাও তদন্তে নেমেছেন। দ্রুত অপরাধীদের আটক করা সম্ভব হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, অস্ট্রেলিয়া মিশ্র সংস্কৃতির দেশ। সব ধরনের মানুষ একত্রে এখানে বাস করেন। সবাই সবার সংস্কৃতিকে স্বীকৃতি দেয়। যারা একাজ করেছে, তাদের ছাড় দেয়া হবে না।

Exit mobile version