Site icon Jamuna Television

ভাবীকে শ্লীলতাহানির অভিযোগে কারাগারে দেবর

স্টাফ রিপোর্টার, নেত্রকোণা:

নেত্রকোণার মদনে ভাবীকে (২৮) শ্লীলতাহানি করার অভিযোগে দেবর মগবুল হোসেন (৩৫) কে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার (১৫ নভেম্বর) বিকেলে তাকে গ্রেফতার করে নেত্রকোণা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মগবুল হোসেন মদন উপজেলার ফতেপুর ইউনিয়নের লাছারকান্দা গ্রামের মৃত ফজলুল হকের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মগবুল হোসেন তার বড় ভাই বকুল মিয়ার স্ত্রীকে বিভিন্ন সময় কু-প্রস্তাব দিত। কু-প্রস্তাবে রাজি না হওয়ায় ১৩ নভেম্বর মগবুল মিয়া তার ভাবীকে শ্লীলতাহানি করার চেষ্টা চালায়। এ ঘটনায় তার ভাবী বাদী হয়ে দেবর মগবুল হোসেনকে আসামী করে রোববার রাতে মদন থানায় একটি মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেফতার করে সোমবার বিকেলে নেত্রকোনা আদালতে প্রেরণ করেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম বলেন, ভুক্তভোগী নারীর দায়েরকৃত মামলার প্রেক্ষিতে মগবুল হোসেনকে গ্রেফতার করে সোমবার বিকেলে আদালতে প্রেরণ করা হয়। সেখান থেকে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Exit mobile version