Site icon Jamuna Television

পরাণভরা ভালোবাসা সমর্পণের বার্তাখচিত বিয়ের শাড়িতে বাঙালি পত্রলেখা হলেন রাজকুমারের

নভেম্বরের প্রথম থেকেই চলছিল জল্পনা-কল্পনা। আমন্ত্রিত অতিথির তালিকায় কারা থাকবেন, কোথায় হবে বিয়ে- সে নিয়ে কম চর্চা চলেনি সামাজিক মাধ্যমে। ৪-৫ দিন আগেই এমনও শোনা যাচ্ছিল, চণ্ডিগড়ে সাত পাকে বাঁধা পড়েই গেছেন বলিউড তারকা রাজকুমার রাও ও তার দীর্ঘদিনের বাঙালি প্রেমিকা পত্রলেখা পাল।

সব গুঞ্জনের অবসান হলো আজ। রাজকুমার নিজেই করলেন তা। বিয়ের কয়েক ঘণ্টার মধ্যে ইনস্টাগ্রামে পোস্টও করলেন বিয়ের ছবি। সোমবার চণ্ডীগড়ে মহা ধূমধামে চার হাত এক হল দুই তারকার।

নিজের ছবি পোস্ট করে রাজকুমার লিখেছেন, ১১ বছরের প্রেম, বন্ধুত্ব, ভালবাসা, আনন্দের পর আজ আমার দুনিয়ার সঙ্গে সাত পাক ঘুরলাম। তোমার স্বামীর তকমা পাওয়ার থেকে বেশি আনন্দ আর কিছুতেই নেই।

সাদা শেরওয়ানি, লাল পাগড়িতে সুদর্শন রাজকুমারের বিপরীতে বাঙালি কনের ঐতিহ্যবাহী লাল বেনারসিতে সমান স্নিগ্ধ ছিলেন পত্রলেখা। তার শাড়িতে লেখা একটি কথার জন্য আলোচনাও হচ্ছে একটু বেশি। সেখানে লেখা ছিল, আমার পরাণভরা ভালোবাসা আমি তোমায় সমর্পণ করিলাম।

Exit mobile version