Site icon Jamuna Television

জিম্বাবুয়ে নারী দলকে হোয়াইটওয়াশ করলো টাইগ্রেসরা

ছবি: সংগৃহীত

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষটিতে জিম্বাবুয়ে নারী দলকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ নারী দল। এই জয়ে স্বাগতিকদের ৩-০’তে হোয়াইটওয়াশ করলো টাইগ্রেসরা।

বুলাওয়েতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। লাল-সবুজদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি স্বাগতিকরা। ২৭ দশমিক ২ ওভারে মাত্র ৭২ রানে শেষ হয় তাদের ইনিংস। শ্যারন মায়ার্সের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৩৯ রানের ইনিংস। বাংলাদেশের হয়ে নাহিদা আক্তার দখল করেন ৫ উইকেট।

জবাবে ৭৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে সহজ জয় তুলে নেয় টাইগ্রেসরা। মুর্শিদা খাতুন করেন হার না মানা ৩৯ রান। খেলা শেষে ম্যাচ সেরার পুরস্কার ওঠে নাহিদা আক্তারের হাতে। বল হাতে ১১ উইকেট নিয়ে সিরিজ সেরাও নির্বাচিত হন নাহিদা আক্তার।

Exit mobile version