Site icon Jamuna Television

আসছে মানি হেইস্ট’র হিন্দি রিমেক; ‘প্রফেসর’ হবেন অর্জুন রামপাল

বিখ্যাত স্প্যানিশ সিরিজ লা কাসা দ্য পাপেল বা মানি হেইস্ট অবলম্বনে বলিউডে নির্মিত হতে যাচ্ছে সিনেমা। অ্যাকশন ছবির আলোচিত নির্মাতাযুগল আব্বাস-মাস্তানের পরিচালনায় ছবিটির নাম হবে ‘থ্রি মাংকিজ’। ১৫ নভেম্বর সোমবার সেই সিনেমার সেট থেকেই ছবি দিয়ে আত্মপ্রকাশ করলেন ‘দেশি প্রফেসর’ অর্জুন রামপাল।

উল্লেখ্য, স্প্যানিশ সেই সিরিজটি ছিল একজন কুশীলবের নেতৃত্বে চৌকস এক দলের দুর্ধর্ষ ব্যাংক ডাকাতির গল্প নিয়ে। সেই কুশীলব অর্থাৎ প্রফেসর আলভারো মোরতে’র ভূমিকাতেই থ্রি মাংকিজে দেখা যাবে অর্জুন রামপালকে। এই চরিত্রে শাহরুখ খানকে দেখা যাবে- এমন গুঞ্জন থাকলেও সোমবারে অর্জুনের সেই পোস্টের পর অবসান ঘটলো সকল জল্পনার।

পাঁচ বছর পর সিনেমা পরিচালনায় প্রত্যাবর্তন ঘটলো রেস-১, অ্যাৎরাজ,খিলাড়ি, বাজিগর, আজনাবি-সহ বহু হিট সিনেমার পরিচালকজুটি আব্বাস-মাস্তানের। থ্রি মাংকিজে অভিষেক হতে যাচ্ছে আবাসপুত্র মুস্তাফা আলিভাই বার্মাওয়ালার।

Exit mobile version