Site icon Jamuna Television

মোহামেডানে খেলবেন বাবর আজম!

বাবর আজম। ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপ মাতানোর পর পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবর আজমকে এবার ঢাকা প্রিমিয়ার লিগের ক্লাব মোহামেডানে দেখা গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। দুবাইয়ে বাবর আজমের সাথে সাক্ষাতে তাকে সাদা-কালো জার্সিতে খেলার নিমন্ত্রণ জানান মোহামেডান স্পোর্টিং ক্লাবের ক্রিকেট কমিটির প্রধান মাসুদুজ্জামান। তাতে আগ্রহও দেখিয়েছেন বাবর। তবে এটি কোনো আনুষ্ঠানিক ছিল না। ফলে এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

বাবর আজমের সাথে আলাপের বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের ক্রিকেট কমিটির প্রধান মাসুদুজ্জামান। তিনি জানান, ২০২২ এর মার্চে মাঠে গড়ানোর কথা রয়েছে ঢাকা লিগের। বাবর আজমের সাথে সাক্ষাতে তাকে আমন্ত্রণ জানিয়েছি। সে বলেছেন, হোয়াই নট? সেই সময়ে যদি পাকিস্তানে কোনো খেলা না থাকে, তাহলেই বাবরকে দেখা যেতে পারে সাদা-কালো জার্সিতে।

লিগের শিরোপা জয়কে সামনে রেখে শক্ত দল সাজিয়েছে মোহামেডান। এরই মধ্যে দলটিতে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এছাড়া বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ’সহ মোহামেডান ডেরায় ভিড়িয়েছে মুশফিকুর রহিম, সৌম্য সরকার ও তাসকিন আহমেদের মতো তারকা ক্রিকেটারদের।

Exit mobile version