Site icon Jamuna Television

পিরোজপুরে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালী উপজেলায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। সোমবার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলার উজিয়ারখাল গ্রাম থেকে দু’জনকে আটক করে র‍্যাব- ৮ এর সদস্যরা।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব অভিযান চালিয়ে উপজেলার উজিয়ালখান গ্রামের মাহমুদ ট্রেডার্স’র সামনে থেকে আসপদ্দি গ্রামের মলিন ঢালীর ছেলে অভিজিৎ ঢালী (২৫) ও একই উপজেলার কুমিয়ান গ্রামের মৃত. শাহজাহান হাওলাদারের ছেলে মো. সাগর হোসেনকে (২৩) আটক করা হয় ।

এ সময় তাদের কাছ থেকে ৪৫ পিচ ইয়াবা, মাদক বিক্রির নগদ টাকা, মাোবাইল ফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। কাউখালী থানার ওসি মো. বনি আমিন জানান, র‍্যাব ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে কাউখালী থানায় হস্তান্তর করেছে। আটক দুইজনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।

Exit mobile version