Site icon Jamuna Television

বিশ্বের প্রথম ‘অলাভজনক’ শহর বানাবে সৌদি আরব

প্রায় সাড়ে তিন বর্গ কিলোমিটার আয়তনে বিশ্বের প্রথম অলাভজনক শহর তৈরির ঘোষণা দিলেন সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান। শহরটির নামকরণও হচ্ছে তার নিজের নামে। জায়গাটির জন্য জমিও দান করেছেন তিনি। রোববার এই তথ্য জানান বোর্ড অব মোহাম্মদ বিল সালমান মিস্ক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি স্বয়ং ‘এমবিএস’।

শহরটি গড়ে তোলা হচ্ছে ওয়াদি হানিফা সংলগ্ন ইরকা এলাকায়। শহরটিতে থাকবে ‘মিস্ক স্কুল’, কলেজ, বিজ্ঞান-বিষয়ক জাদুঘর, আর্ট গ্যালারি, থিয়েটার, খেলার জায়গা, রান্না বিষয়ক একাডেমি, সমন্বিত আবাসিক এলাকাসহ অনেক কিছুই।

স্থানীয় ও আন্তর্জাতিক তরুণ উদ্যোক্তা, স্বেচ্ছাসেবক ও দাতব্য প্রতিষ্ঠানগুলোর একটি হাবে পরিণত করা হবে একে। ফলত, এটি পরিণত হবে বৈশ্বিক অলাভজনক খাতের একটি গুরুত্বপূর্ণ হাব। কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্সের মতো নতুন প্রজন্মের প্রযুক্তিখাতকে প্রণোদনা দিতেই মূলত এই উদ্যোগ বলে জানিয়েছেন এমবিএস। খবর আরব নিউজের।

Exit mobile version