Site icon Jamuna Television

আরব আমিরাতে সফরে সেনাপ্রধান

সেনাপ্রধান প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ দুই দিনের সরকারি সফরে সোমবার (১৫ নভেম্বর) সকালে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

সফরকালে বাংলাদেশের সেনাপ্রধান সংযুক্ত আরব আমিরাতের সেনাবাহিনী প্রধানের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন এবং দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করবেন।

এছাড়াও জেনারেল শফিউদ্দিন আহমেদ সংযুক্ত আরব আমিরাতের সেনাবাহিনীর চিফ অফ স্টাফ লেফটেনেন্ট জেনারেল হামাদ এম থানি আল-রুমাইথির আমন্ত্রণে দুবাইতে অনুষ্ঠিতব্য গ্লোবাল দুবাই অ্যাভিয়েশন এক্সপো ২০২১ অবলোকন করবেন।

সফর শেষে আগামী ১৮ নভেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।

Exit mobile version