Site icon Jamuna Television

মালয়েশিয়ার জাতীয় পতাকা জঙ্গিগোষ্ঠী আইএসের পতাকা!

মালয়েশিয়ার জাতীয় পতাকাকে জঙ্গিগোষ্ঠী আইএসের পতাকা মনে করায়, বিচারের মুখে পড়তে হলো যুক্তরাষ্ট্রের একটি কর্মচারী সমিতিকে।

কানসাসে স্পিরিট বোয়িং এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের কাছ থেকে একটি হল ভাড়া করেছিলেন মুনির জানিয়াল নামের এক মালয়েশিয়। মালয়েশিয়ার স্বাধীনতা দিবস উদযাপনের জন্য সেখানে নিজ দেশের পতাকা লাগান তিনি। পতাকাটিকে আইএসের প্রতীক বলে ভুল করে হল ভাড়া দেয়া সংগঠনটি। বিষয়টি গড়ায় মার্কিন গোয়েন্দা সংস্থা- এফবিআই পর্যন্ত। শুরু হয় তদন্ত।

পরে পতাকাটি মালয়েশিয়ার জানতে পেরে এফবিআই তদন্ত বন্ধ করে দিলেও জানিয়ালের সদস্যপদ স্থগিত করে স্পিরিট বোয়িং কর্মচারী সমিতি। এ ঘটনায় সংগঠনটির বিরুদ্ধে ‘জাতিবিভেদ ও অন্ধভাবে ধর্মীয় বৈষম্য’র অভিযোগে মামলা দায়ের করে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন অব কানসাস।

Exit mobile version