Site icon Jamuna Television

এসেছে অগ্রহায়ণ, এসেছে নবান্ন

পাকা ধান কাটার সময় হয়েছে। কৃষকের মুখে তাই খুশির আমেজ। নবান্নের রেশ লেগেছে নগরীতেও। সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে নবান্ন উদযাপন উপলক্ষে ছিল বর্ণাঢ্য অনুষ্ঠান।

নাচগানে বরণ করে নেয়া হয় অগ্রহায়ণকে, ছিল পিঠাপুলির আয়োজনও। উৎসবের মঞ্চ থেকে লোকায়ত জীবন ও কৃষিনির্ভর অর্থনীতির জয়গান করা হয়।

আয়োজকরা বলছেন, নতুন প্রজন্মকে গ্রামবাংলার ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দিতেই এমন আনুষ্ঠান। বলা হয়, গ্রামের নরম মাটিতে নাড়ি পুঁতে আসা বাঙালি স্মৃতিতে হলেও গ্রামে ফিরে যাবে। শহর, গ্রাম সর্বত্রই লাগবে রাশিরাশি আনন্দের ঢেউ।

প্রসঙ্গত, নবান্ন বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী ধান বা পিঠার উৎসব। বাংলার কৃষিজীবী সমাজে শস্য উৎপাদনের বিভিন্ন পর্যায়ে যে সকল আচার-অনুষ্ঠান ও উৎসব পালিত হয়, নবান্ন তার মধ্যে অন্যতম। নবান্ন শব্দের অর্থ নতুন অন্ন। নতুন আমন ধান কাটার পর সেই ধান থেকে প্রস্তুত চালের প্রথম রান্না উপলক্ষে আয়োজিত উৎসবই নবান্ন। সাধারণত অগ্রহায়ণ মাসে আমন ধান পাকার পর এই উৎসব অনুষ্ঠিত হয়। কোথাও কোথাও মাঘ মাসেও নবান্ন উদ্‌যাপনের প্রথা রয়েছে।

Exit mobile version