Site icon Jamuna Television

ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিলো ভারত

বাংলাদেশসহ ৯৯ দেশের ওপর থেকে ভ্রমণ বিধিনিষেধ তুলে নিলো ভারত। দুই ডোজ টিকাগ্রহীতারা কোনো কোয়ারেনটাইন ছাড়াই ঘুরতে পারবেন দেশটি।

করোনা মহামারি নিয়ন্ত্রণে সীমান্তে ২০ মাসের কড়াকড়ি আরোপিত ছিলো যা সোমবার প্রত্যাহার করা হয়। নয়াদিল্লি জানায়, যেসব দেশের সাথে ভারতের ভ্রমণ চুক্তি এবং টিকা সনদ নিয়ে সমঝোতা রয়েছে তাদের তালিকাভুক্ত করা হয়েছে।

যেসব পর্যটক ভারত এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃত টিকা নিয়েছে শুধু তারাই দেশটিতে ভ্রমণের সুযোগ পাবেন বলেও জানানো হয় নয়াদিল্লি প্রশাসন থেকে। কোয়ারেনটাইনে থাকতে না হলেও ১৪ দিন শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হবে। ভ্রমণকালে এড়ানো যাবে করোনা পরীক্ষার ঝক্কিও।

গেলো ১৫ অক্টোবর টিকার পূর্ণ ডোজ গ্রহণকারীদের জন্য চার্টার্ড ফ্লাইটে ভ্রমণের অনুমতি দেয়া হয়েছিল। সোমবার অন্যান্য ফ্লাইটও ঢুকলো সেই তালিকায়।

Exit mobile version