Site icon Jamuna Television

মাদকের টাকার জন্য মা’কে মারধর, প্রতিবাদ করায় হত্যা

রাজশাহী ব্যুরো

হেরোইন কিনতে টাকার জন্য মাকে মারধর করছিলেন মাদকাসক্ত মকসেদ আলী। প্রতিবেশী মর্জিনা বেগম লতা এর প্রতিবাদ করায় হেরোইনসেবী তাকে কুপিয়ে হত্যা করেছে। আজ সকালে রাজশাহীর চারঘাট এলাকায় এই ঘটনা ঘটে।

চারঘাট মডেল থানা পুলিশ এর ভাষ্যমতে, মকসেদ সকালে হেরোইন কিনতে মায়ের কাছে টাকা চাইলে তিনি না দেয়ায় মারধর শুরু করে। প্রতিবেশী মর্জিনা বেগম বাঁধা দিলে তাকে পিছন থেকে হাসুয়ার কোপ দেয় মকসেদ। এতে ঘটনাস্থলেই নিহত হন মর্জিনা বেগম। ঘটনার পর স্থানীয়রা মকসেদ আলীকে আটক করে পুলিশে সোর্পদ করে। পুলিশ মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।

Exit mobile version