Site icon Jamuna Television

ভারতের বিপক্ষে বিশ্রামে উইলিয়ামসন

ছবি: সংগৃহীত

আগামীকাল থেকে শুরু হতে যাওয়া ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনকে বিশ্রাম দিয়েছে নিউজিল্যান্ড। তার পরিবর্তে টি-টোয়েন্টিতে দলের অধিনায়কত্ব করবেন পেসার টিম সাউদি। টি-টোয়েন্টি সিরিজ শেষে দুই ম্যাচের টেস্ট সিরিজের আবারও দলের সাথে যোগ দিবেন তিনি।

এক বিবৃতিতে নিউজিল্যান্ড টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে, সফরের জন্য দলের সাথে ভারতে এসেছেন উইলিয়ামসন। কিন্তু পরপর বুধ, শুক্র ও রোববার ম্যাচ থাকায় উইলিয়ামসনকে বিশ্রাম দেয়া হয়েছে। তাকে বলা হয়েছে জয়পুরে টেস্ট দলের সাথে যোগ দিতে। সেখানেই টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি নিবেন তিনি। উইলিয়ামসনের বদলে সাউদি টি-টোয়েন্টি সিরিজে দলকে নেতৃত্ব দিবেন।

গত ১৪ নভেম্বর হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ৪৮ বলে ৮৫ রানের ইনিংস খেলেও নিউজিল্যান্ডকে হারের মুখ থেকে বাঁচাতে পারেননি উইলিয়ামসন। ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে ম্যাচ হাতে নিউজিল্যান্ড।

কাল সিরিজের প্রথম টি-টোয়েন্টি হবে জয়পুরে। পরের দুই ম্যাচ যথাক্রমে ১৯ ও ২১ নভেম্বর। ভেন্যু রাঁচি ও কোলকাতা। আর ২৫ নভেম্বর থেকে কানপুরে শুরু প্রথম টেস্ট। ৩ ডিসেম্বর মুম্বাইয়ে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

এদিকে, টি-টোয়েন্টি সিরিজ ও প্রথম টেস্টে বিশ্রামে থাকছেন ভারতের সেরা ব্যাটার ভিরাট কোহলি।

Exit mobile version