Site icon Jamuna Television

ভুক্তভোগী নারী সাধারণভাবে দুশ্চরিত্রা, আইন বাতিলের রিট মুলতবি

ফাইল ছবি।

সরকার যেহেতু পরিবর্তনের উদ্যোগ নিয়েছে তাই যৌন অপরাধের অভিযোগকারী নারী সাধারণভাবে দুশ্চরিত্রা, সাক্ষ্য আইনের দু’টি ধারায় এ বর্ণনা বাতিল চেয়ে করা রিট ৪ জানুয়ারি পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১৬ নভেম্বর) আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জেড আই খান পান্না, ব্যারিস্টার সারা হোসেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

বলা হয়েছে, সাক্ষ্য আইনের দু’টি ধারায় এমন বর্ণনা সংবিধান সম্মত নয়। এর আগে, ১৮৭২ সালের সাক্ষ্য আইনের বিদ্যমান ধারায় ১৫৫ (৪) এবং ১৪৬ (৩) দুটি বিধান বাতিল চেয়ে রিট আবেদন করা হয়। আইন ও সালিশ কেন্দ্র (আসক), নারীপক্ষ ও ব্লাস্ট্রের পক্ষে আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন এ রিট দায়ের করেন। রিটে আইন মন্ত্রণালয়কে বিবাদী করা হয়েছে।

এর আগে, বলা হয়েছিল সাক্ষ্য আইনের ধারা সংশোধন করা হবে কিন্তু সেটি করা হয়নি বলে রিট আবেদন করা হয়।

Exit mobile version