Site icon Jamuna Television

কাল প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

জলবায়ু সম্মেলনসহ দুই সপ্তাহের রাষ্ট্রীয় সফরের বিষয়ের সার্বিক দিক নিয়ে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বিকেল চারটায় গণভবনে সংবাদ সম্মেলন শুরু হবে।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এমএম ইমরুল কায়েস সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

গত ৩১ অক্টোবর যুক্তরাজ্য ও ফ্রান্সে দুই সপ্তাহের সফরে স্কটল্যান্ডের বন্দরনগরী গ্লাসগো পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্লাসগোতে প্রধানমন্ত্রী জলবায়ু সম্মেলনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ইভেন্টে যোগ অংশ নেন। এই সফরে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৪ নভেম্বর প্রধানমন্ত্রী গ্লাসগো, লন্ডন ও প্যারিস সফর শেষে দেশে ফিরে আসেন।

Exit mobile version