Site icon Jamuna Television

নদীর পানির সমবণ্টন নিয়ে আলোচনায় বসতে প্রস্তুত ভারত: দোরাইস্বামী

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর:

তিস্তাসহ অভিন্ন সকল নদীর পানির সমবন্টন ও টেকসই সমাধানে যেকোনো সময় আলোচনায় বসতে ভারত সরকার প্রস্তুত বলে দাবি করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে রংপুর সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরদের সাথে মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

ভারতীয় হাইকমিশনার বলেন, অবৈধ কর্মকাণ্ডের কারণেই ‘বর্ডার কিলিং’ এর মতো ঘটনা ঘটছে। তাই বর্ডার এলাকায় উভয় দেশের নাগরিককেই অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহবান জানান তিনি। এ বিষয়ে উভয় দেশের সরকারের আলোচনার কথাও জানান ভারতীয় হাইকমিশনার। তিনি বলেন, আমদানি রফতানির ক্ষেত্রে বিদ্যমান সমস্যা সমাধানে বাংলাদেশের সাথে যৌথভাবে কাজ করছে ভারত সরকার।

আলোচনা শেষে তিনি ভারত সরকারের পক্ষ থেকে নগরবাসীর সেবার জন্য একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স উপহার দেন রংপুর সিটি করপোরেশনকে। অ্যাম্বুলেন্সটি চাবিসহ তিনি সিটি মেয়র মো. মোস্তাফিজার রহমান মোস্তফা’র হাতে হস্তান্তর করেন। পরে তিনি রংপুর চেম্বার মিলনায়তনে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেন। এছাড়াও রংপুরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেন।

Exit mobile version