Site icon Jamuna Television

ঢাকায় পৌঁছেছেন বাবর আজম-শোয়েব মালিক

ঢাকা এসে পাকিস্তান স্কোয়াডের সাথে যোগ দিয়েছেন বাবর আজম ও শোয়েব মালিক।

বিশ্বকাপের পর ছুটি কাটিয়ে পাকিস্তান স্কোয়াডে যোগ দিয়েছেন দলের অধিনায়ক বাবর আজম ও শোয়েব মালিক। আজ মঙ্গলবার (১৬ অক্টোবর) সকালে বাবর ও মালিককে বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

করোনা পরীক্ষায় নেগেটিভ হলে কোয়ারেন্টাইন ছাড়াই অনুশীলনের অনুমতি পাবেন এই দুই ক্রিকেটার। আজ প্রথমবারের মতো অনুশীলন করছেন মোহাম্মদ রিজওয়ান।

বিশ্বকাপের সেমিফাইনাল শেষে নির্ধারিত সূচির আগেই ঢাকায় চলে আসে পাকিস্তান দল। সোমবার থেকে শুরু হয়েছে তাদের চারদিনের অনুশীলন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মিরপুর একাডেমি মাঠে অনুশীলন শুরু করে পাকিস্তান। দ্বিতীয় দিনের ট্রেইনিংয়ে দলের সাথে যোগ দিয়েছেন বিশ্রামে থাকা উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান।

এদিকে, দুপুর দেড়টায় অনুশীলনের জন্য মাঠে নামে টিম বাংলাদেশ। ১৯ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজের জন্য শেষ মূহূর্তের অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিচ্ছে মাহমুদউল্লাহর নেতৃত্বাধীন বাংলাদেশ দল।

Exit mobile version