Site icon Jamuna Television

পটুয়াখালীতে ছিনতাইয়ের ৫দিন পর উদ্ধার হলো ইভিএম মেশিন

উদ্ধার হয়েছে পটুয়াখালীতে ছিনতাই হওয়া ইভিএম মেশিনগুলো, আটক ৩

পটুয়াখালীর গলাচিপার পানপট্টি ইউনিয়নের নির্বাচনে ব্যবহৃত ইভিএম মেশিন ছিনতাইয়ের ৫দিন পর উদ্ধার করা
হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আর শওকত আনোয়ার। আটককৃতরা হলেন মো. জামাল, মো. জাকির ও জীবন। ওসি জানান, ইভিএম মেশিন ছিনতাইয়ের সাথে জড়িত সবাইকে আটক করার জন্য অভিযান অব্যাহত আছে।


প্রসঙ্গত, ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষনার পর নিরর ইভিএম মেশিন নিয়ে উপজেলা সদরের দিকে রওয়ানা হলে দুই মেম্বার প্রার্থীর সমর্থকরা ছিনতাই করে নিয়ে যায় মেশিনগুলো।

Exit mobile version