Site icon Jamuna Television

চট্টগ্রামে হোটেল র‍্যাডিসন ব্লু বে ভিউ’র ২০ তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা

চট্টগ্রামের হোটেল র‍্যাডিসন ব্লু বে ভিউয়ের ২০ তোলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন এক যুবক।

চট্টগ্রামে পাঁচ তারকা হোটেল র‍্যাডিসন ব্লু বে ভিউ’র ২০ তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছের আরিফ কবির নামে ২৪ বছর বয়সী এক যুবক। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।

আরিফ কবির ঢাকার মোহাম্মদপুর থানার তাজমহল রোডের এনামুল কবিরের ছেলে। ঘটনার পর র‍্যাডিসন ব্লু কর্তৃপক্ষ পুলিশকে জানিয়েছে, ওই যুবক সোমবার সন্ধ্যা ৬টার দিকে র‍্যাডিসনে ঢোকেন। হোটেলটির ২০ তলার ওপেন স্পেসে গিয়ে নাশতার অর্ডার দেন। নাশতা করা অবস্থায় হঠাৎ ৮টা ৫০ মিনিটের দিকে ২০ তলা থেকে নিচে লাফ দেন।

তখন হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেন। তবে কোন গণমাধ্যমকে ঘটনাস্থলে যেতে দেয়া হয়নি। কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম জানান, অর্ডার করা সব সব নাশতা শেষ করার আগেই লাফ দেন আরিফ। তার বিল হয়েছিলো ২৭০০ টাকা। তার হঠাৎ লাফ দেয়ার কারণ এখনও পরিস্কার নয়। সিসিটিভি ফুটেজ পরীক্ষা এবং তদন্ত শেষে বিষয়টি জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

Exit mobile version