Site icon Jamuna Television

ব্রাহ্মণবাড়িয়ায় গোখরা সাপ আতঙ্ক; ছিটানো হচ্ছে ব্লিচিং পাউডার

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হঠাৎ বেড়ে গেছে সাপ আতঙ্ক। ঘর থেকে বের হতে সাহস পাচ্ছেন না স্থানীয়রা। রোদে রাস্তায় বের হলেই সাপের ছোট ছোট বাচ্চা ফণা তুলে ফিস ফিস শব্দ করে। তাই সাপের ভয়ে রাস্তা দিয়ে কোনো মানুষ চলাচল করতে সাহস পান না। আবার রাতে কেউ ভয়ে বের হন না।

ধারণা করা হচ্ছে, সাপের বাচ্চা ছড়িয়ে পড়েছে। তবে নাসিরনগরে সাপ থাকতে পারে অনুমান করে স্থানীয়রা ব্লিচিং পাউডার ছিটিয়ে দিচ্ছেন। আবার যেখানে সাপ দেখা গেছে, সেই স্থানগুলোতে লাল পতাকা টানানো হয়েছে। হবিগঞ্জ থেকে একটি বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয় সুদর্শন নামের এক রাখাল জানান, উপজেলা সদরের দত্তপাড়ার একটি মাঠে গরু নিয়ে যাওয়ার সময় তিনটি সাপের বাচ্চাকে ইটের স্তুপের ওপর রোদ পোহাতে দেখেন তিনি। পরে দুটি সাপের বাচ্চা মেরে ফেলেন। আবারও গরু নিয়ে যাওয়ার সময় আরও তিনটি সাপের বাচ্চার দেখা পান।

এই ব্যাপারে নাসিরনগর উপজেলা নিবার্হী কর্মকর্তা হালিমা খাতুনও জানালেন আতঙ্কের কথা। তবে জানালেন সকল ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, স্থানীয় সাপুড়েদের দ্বারা সাপ ধরার চেষ্টা করা হচ্ছে। বিপদজনক এলাকায় লাল নিশানা টাঙ্গিয়ে দেয়া হচ্ছে। হবিগঞ্জের ফরেস্টারের সাথে কথা হয়েছে। সাপ ধরা হলে তারা অবমুক্ত করতে পারবে।

Exit mobile version