Site icon Jamuna Television

হলি অার্টিজান হামলা: সাগরসহ গ্রেফতার ২

গুলশান হলি আর্টিজান বেকারিতে হামলা মামলার অন্যতম আসামি নব্য জেএমবি নেতা হাদিসুর রহমান সাগরসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাতে বগুড়া থেকে আটক করে ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিট। গ্রেফতারকৃত অপরজন পান্থপথের হোটেল ওলিও ইন্টারন্যাশনাল বিস্ফোরণের ঘটনার অন্যতম সন্দেহভাজন আকরাম হোসেন নিলয়। ২০১৬ সালের পহেলা জুলাই সংগঠিত হলি আর্টিজানের জঙ্গি হামলার পরপরই তদন্তে ওই অস্ত্র সরবরাহকারি হিসেবে সাগরের নাম উঠে আসে বলে জানান কর্মকর্তারা।

২০১৫ সালের দিকে তামিম চৌধুরীর হাত ধরে পুরনো জেএমবি ছেড়ে নব্য জেএমবিতে নাম লেখায় সাগর। গ্রেফতারকৃতদের আজ আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে বলে জানান কাউন্টার টেররিজম ইউনিটের কর্মকর্তারা।

Exit mobile version