Site icon Jamuna Television

রেইনট্রি হোটেল ধর্ষণ মামলা: লিখিত রায়ে নেই ৭২ ঘণ্টার পর ধর্ষণ মামলা করা যাবে না

প্রতীকী ছবি।

রাজধানীর বনানীর রেইনট্রি হোটেলে ধর্ষণ মামলার পূর্ণাঙ্গ রায়ে ৭২ ঘণ্টার পর ধর্ষণ মামলা করা যাবে না, এমন কোনো পর্যবেক্ষণ নেই।

সোমবার (১৫ নভেম্বর) পুর্ণাঙ্গ রায়ের কপি প্রধান বিচারপতি ও আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৬ নভেম্বর) জানা যায়, ৪৯ পৃষ্ঠার ঐ লিখিত রায়ে বিচারক কোনো পর্যবেক্ষণ দেননি। যদিও ১১ নভেম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক কামরুন্নাহার রায় ঘোষণার সময় মৌখিকভাবে জানান, ধর্ষণের ৭২ ঘণ্টা পর কোনো মামলা না নিতে পুলিশকে আহ্বান জানিয়েছিলেন।

এ নিয়ে সমালোচনার মুখে বিচারক কামরুন্নাহারকে বিচারকার্য থেকে অব্যাহতি দেয়া হয়। প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের সাথে আলোচনা করে এ সিদ্ধান্ত নেন। কামরুন্নাহারকে মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে সংযুক্ত করার নির্দেশ দেয়া হয়।

Exit mobile version