Site icon Jamuna Television

বন্যা-ভূমিধসে বিপর্যস্ত কানাডার পশ্চিমাঞ্চল, নিহত ১

ছবি: সংগৃহীত

ভারি বৃষ্টি, প্রবল বন্যা এবং ভূমিধসে বিপর্যস্ত কানাডার পশ্চিমাঞ্চল। একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির পুলিশ বাহিনী।

এক বিবৃতিতে দেশটির পক্ষ থেকে জানানো হয়, ব্রিটিশ কলাম্বিয়া রাজ্যে ভূমিধসের মধ্যে পড়ে বিলীন হয়ে গেছে একটি গাড়ি। তাতেই ছিলেন এক নারী চালক। নিখোঁজ রয়েছে আরও দুই ব্যক্তি। এদিকে, প্রাকৃতিক বিপর্যয়ের কারণে দেশটির ব্যস্ততম বন্দর ভ্যানকুবার বন্ধ ঘোষণা করা হয়েছে। এই বন্দরে প্রতিদিন ৪৪ কোটি ডলারের পণ্য আমদানি-রফতানি হয়। যেগুলোর মধ্যে রয়েছে শস্য-কয়লা-গাড়ির মতো প্রয়োজনীয় পণ্য।

বন্যার কারণে ভ্যানকুবার থেকে পরিচালিত দু’টি রেলরুটে বন্ধ রয়েছে ট্রেনের চলাচলও। সোমবারও হেলিকপ্টারের মাধ্যমে ব্রিটিশ কলাম্বিয়ায় আটকা পড়া তিনশো’র মতো মানুষকে উদ্ধার করা হয়েছে। এর আগেই নিম্নাঞ্চল থেকে সরানো হয় ৭ হাজারের বেশি অধিবাসীকে।

Exit mobile version