Site icon Jamuna Television

ইউরোপের দশম দল হিসেবে ডাচদের বিশ্বকাপ নিশ্চিত

ছবি: সংগৃহীত

নরওয়েকে ২-০ গোলে হারিয়ে ইউরোপের দশম দল হিসেবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করলো নেদারল্যান্ডস।

নরওয়ের বিপক্ষে শুরু থেকে দাপট থাকলেও গোলের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হয় ডাচদের। ম্যাচের ৮৪ মিনিটে গ্রোয়েনেভেলদের বাড়ানো বলে গোল করেন স্টিভেন বারউইন। বিশ্বকাপের প্লে অফে টিকে থাকতে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে নরওয়ে। কিন্তু ম্যাচের ৯০ মিনিটে বার্গউইচের পাসে দলের ২-০ গোলের জয় নিশ্চিত করেন মেমফিস ডিপাই।

এই জয়ে ১০ ম্যাচে ৭ জয়ের পাশাপাশি ২ ড্র’সহ মোট ২৩ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করলো ডাচরা।

Exit mobile version