Site icon Jamuna Television

বুকে প্রচণ্ড ব্যথা নিয়ে সিসিইউতে মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ফাইল ছবি

বুকে প্রচণ্ড ব্যথা নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে (কার্ডিয়াক/করোনারি কেয়ার ইউনিট) ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

মঙ্গলবার গভীর রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন তার একান্ত সহকারী আসিফ সোহান। হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন তিনি।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, ‘উনার চেস্ট পেইন- বুকে ব্যথা অনুভব করছিলেন। হাসপাতালে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে রাত দেড়টার দিকে ভর্তি করা হয়। এখন সিসিইউতে আছেন। এখন উনার অবস্থা আগের চেয়ে একটু ভালো। উনাকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে।’

অবিভক্ত ঢাকার মেয়র সাবেক মন্ত্রী মির্জা আব্বাস ২০০১ সালে ঢাকা-৬ (শাহজাহাপুর-খিলগাঁও) আসন থেকে বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি জাতীয়তাবাদী যুব দলের সভাপতি ছিলেন দীর্ঘদিন। পরিবারের পক্ষ থেকে দেশবাসী ও নেতা-কর্মীদের কাছে তার আশু সুস্থতা কামনায় দোয়া চাওয়া হয়েছে।

ইউএইচ/

Exit mobile version