Site icon Jamuna Television

আজও চলছে বস্তিবাসীদের টিকাদান কার্যক্রম

ফাইল ছবি।

দ্বিতীয় দিনের মতো চলছে বস্তিবাসীদের করোনা টিকা প্রদান কার্যক্রম। কড়াইল বস্তির পর পর্যায়ক্রমে অন্য বস্তিগুলোতেও দেয়া হবে করোনার ভ্যাকসিন।

বুধবার (১৭ নভেম্বর) সকাল ৯টায় রাজধানীর কড়াইল বস্তিতে শুরু হয় দ্বিতীয় দিনের এই টিকা কার্যক্রম।

টিকা পেতে আগে থেকে নিবন্ধন করতে হচ্ছে না নিম্নআয়ের এসব মানুষকে। নির্ধারিত লাইনে দাঁড়ালেই তাৎক্ষণিকভাবে নিবন্ধন করে দিচ্ছে স্বেচ্ছাসেবকরা। কড়াইল বস্তিতে ১১টি কেন্দ্রের ২৫টি বুথে টিকা দেয়া হবে। আর প্রতি বুথে ৬০০ জন করে টিকা পাবে। আগামী শুক্র, শনিবারও চলবে এই টিকাদান কার্যক্রম। কড়াইল বস্তির পর পর্যায়ক্রমে অন্য বস্তিগুলোতেও দেয়া হবে করোনার ভ্যাকসিন।

এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, বস্তিবাসীদের অ্যাস্ট্রাজেনেকা ও সিনোফার্মের টিকা দেয়া হবে। এছাড়াও গার্মেন্টস শ্রমিকদেরও একইরকমভাবে বিশেষ টিকা কার্যক্রমের আওতায় আনা হবে বলে জানিয়েছিলেন তিনি।

প্রসঙ্গত, দেশে এখন পর্যন্ত ৮ কোটির বেশি মানুষ করোনা টিকা পেয়েছেন। নিয়মিত টিকা কার্যক্রমে দৈনিক ১৫ লাখ মানুষকে টিকা দেওয়া হচ্ছে। বস্তিবাসীদের জন্য এই বিশেষ টিকা কার্যক্রম এই হিসেবের বাইরে।

Exit mobile version