Site icon Jamuna Television

ওয়ে বিল ও সিটিং সার্ভিস বন্ধের দাবি, মিরপুরে আজও বাস চলাচল বন্ধ

গতকালের ছবি।

ওয়ে বিল ও সিটিং সার্ভিস বন্ধের দাবিতে রাজধানীর মিরপুরে আজও বাস চালানো বন্ধ রেখেছে মোটর শ্রমিকরা।

গতকাল মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুর দুইটা থেকে মিরপুরে চালকদের একটি অংশ বাস চালানো বন্ধ করে দেয়।

চালক-হেলপারদের অভিযোগ, ওয়ে বিলের কারণে প্রতিদিনই ভাড়া আদায় নিয়ে যাত্রীদের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়াতে হচ্ছে তাদের। অন্যদিকে, মালিকদের পক্ষ থেকেও ওয়ে বিল অনুযায়ী ভাড়া আদায়ের জন্য চাপ দেওয়া হচ্ছে। এসব নিয়ে চালক-হেলপারদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে৷ এদিকে বাস বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। কর্মস্থলে যাতায়াতে বাসের জন্য অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময় ধরে।

এদিকে, বাংলাদেশ বাস মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েতউল্লাহ জানিয়েছেন, সরকারি নিয়মের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। তাই অচিরেই বন্ধ করা হবে ওয়ে বিলের নিয়ম।

Exit mobile version