Site icon Jamuna Television

সততা ও নিষ্ঠার সাথে কাজ না করলে দেশের উন্নয়ন সম্ভব হতো না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সততা ও নিষ্ঠার সাথে কাজ না করলে দেশের এতো উন্নয়ন সম্ভব হতো না। সেই সাথে সরকারের একান্ত চেষ্টায় করোনার মাঝেও দেশে মানুষের জীবনযাত্রা স্বাভাবিক ছিল, এমনটাই বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১৭ নভেম্বর) সকালে জাতীয় সংসদে শোক প্রস্তাবের আলোচনায় এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী।

এসময় টাঙ্গাইল ৭ আসনের সংসদ সদস্য একাব্বর হোসেনের মৃত্যুতে সমবেদনা জানান শেখ হাসিনা। করোনা মাহামারিকালে এখন পর্যন্ত ২০ জন সদস্যের মৃত্যু হয়েছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। ক্রসফায়ারের নামে দেশে মানুষ হত্যা মতো ঘটনা বিএনপির আমলেই শুরু হয়েছে বলেও জানান তিনি।

পরবর্তীতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও টানা চারবারের সংসদ সদস্য মো. একাব্বর হোসেনের জীবনের ওপর আলোচনার শেষে সংসদ মুলতবি হয়।

Exit mobile version