Site icon Jamuna Television

এবার আইসিসি ক্রিকেট কমিটির চেয়ারম্যান হচ্ছেন সৌরভ!

ছবি: সংগৃহীত।

বর্তমানে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বা বিসিসিআই এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন সৌরভ গাঙ্গুলি। শোনা যাচ্ছে, এবারে দায়িত্ব আরও বাড়তে চলেছে সাবেক এই ক্রিকেটারের। ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান হতে চলেছেন তিনি, এমনটাই বলছে ক্রিকট্র্যাকার, টাইমস নাও নিউজসহ একাধিক ভারতীয় সংবাদমাধ্যম।

এর আগে, আইসিসি-র ক্রিকেট কমিটিতে ছিলেন সৌরভ। বর্তমানে যে ক্রিকেট কমিটি রয়েছে, তার পর্যবেক্ষক সৌরভই। তবে এবারে অনিল কুম্বলের জায়গায় আসতে চলেছেন তিনি। এর ফলে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভের দায়িত্ব যে আরও খানিক বাড়তে চলেছে, তাতে সন্দেহ নেই। আইসিসি ক্রিকেট কমিটির কাজের মধ্যে অন্যতম হলো, বিভিন্ন প্রতিযোগিতায় খেলার নিয়ম-কানুন ঠিক মতো মেনে চলা হয়েছে কি না, তা খতিয়ে দেখা। মূলত প্রশাসনিক কাজই করে থাকে এই কমিটি।

উল্লেখ্য, আইসিসি ক্রিকেট কমিটির বর্তমান চেয়ারম্যান অনিল কুম্বল এই দায়িত্বে এসেছিলেন ২০১২ সালে। এরপর ২০১৬ সালে তাকেই পুনর্নিয়োগ করা হয়। তৃতীয় তথা শেষবার তিন বছরের মেয়াদে পুনরায় নির্বাচিত হন তিনি ২০১৯ সালে। নয় বছর ধরে ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবেই ছিলেন তিনি। তবে এবারে এই দায়িত্ব হাতবদল হতে চলেছে বলে শোনা যাচ্ছে। যদিও এ নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনও আসেনি।

Exit mobile version