Site icon Jamuna Television

পরকীয়ার সম্পর্ক দেখে ফেলায় মেয়েকে হত্যা, বাবা গ্রেফতার

অভিযুক্ত বাবা আমির হোসেন ও লাইলি আক্তার।

আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় কুমিল্লার দেবিদ্বারে ৫ বছরের শিশু ফাহিমাকে গলায় ছুরি চালিয়ে হত্যার ঘটনায় হত্যাকারী বাবাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র‍্যাব।

বুধবার (১৭ নভেম্বর) সকালে ব্রিফিংয়ে এ তথ্য জানায় র‍্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইং এর পরিচালক খন্দকার আল মঈন।

খন্দকার আল মঈন জানান, শিশু ফাহিমার বাবা আমির হোসেন এর সাথে গ্রেফতারকৃত লাইলি আক্তার নামে নারীর অবৈধ সম্পর্ক ছিল। তাদের পরকীয়ার সম্পর্ক দেখে ফেলায় আমির হোসেন তার মেয়ে ফাহিমাকে হত্যার পরিকল্পনা করে।

র‍্যাব জানান, ঘটনার সময় ফাহিমাকে তার বাবা প্রথমে ছুরিকাঘাত করে। পরে সহযোগীরা ছুরিকাঘাত করে শিশুটিকে হত্যা করে। সন্তানকে হত্যা করে বাবা নিজেই বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে কুমিল্লার দেবিদ্বার থানায় মামলা দায়ের করেছিলেন।

Exit mobile version